#সিলেট বিভাগ

ছাতকের বর্ষীয়ান আ. লীগ নেতা আবরু মিয়া তালুকদারের ইন্তেকাল।

সিলেট প্রতিনিধিঃ
ছাতকের প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ( ২.৫০ মি) সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী,ব্যবসায়ী ও ছাতকের ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বদানকারী মরহুম আবরু মিয়া তালুকদার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মরহুম মাস্টার আব্দুল হান্নানের পুত্র। মরহুম আবরু মিয়া তালুকদারের প্রথম জানাজার নামাজ শুক্রবার ২টা ১৫ মিনিটে ছাতক মন্টুবাবুর মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ও বিকাল ৪ টায় নিজগ্রাম বারকাহন জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন ছাতক- দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, কেন্দ্রিয় জাপা নেতা আবু নছর ওহিদ কনা মিয়া, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল ও আব্দুস সহিদ মুহিত।বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেনা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *