#সিলেট বিভাগ

ছাতকের নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে ভোট গ্রহণ শুরু।

সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জে ছাতক উপজেলার দুটিসহ প্রথম ধাপে বিভিন্ন জেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়, চলবে টানা ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রথম ধাপে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ও ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে।

নোয়ারাই ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা, নৌকা প্রতীকে লড়ছেন আফজাল আবেদীন আবুল, নাসির উদ্দীন লড়ছেন মোটর সাইকেল প্রতীকে, আনারস প্রতীকে লড়ছেন মোশারফ হোসেন ও ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন সামছুর রহমান।

সিংচাপইড় ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে লড়াই করছেন বর্তমান চেয়ারম্যান মোজাহিদ আলী, নৌকা প্রতীকে লড়ছেন সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, লাঙ্গল প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন, চশমা প্রতীকে লড়ছেন রাসেল মিয়া, সায়েম আহমদ আনারস প্রতীক ও ফারুক মিয়া লড়ছেন রজনীগন্ধা প্রতীক নিয়ে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দু’টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪২ হাজার ৭শ’ ১৪জন। এর মধ্যে নোয়ারাই ইউনিয়নের মোট ভোটার ২৬ হাজার ১শ’ ৬৫জন ও সিংচাপইড় ইউনিয়নের মোট ভোট ১৬ হাজার ৫শত ৪৯। নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। ।

জানা গেছে, ইউনিয়ন পরিষদগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর ৪৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে ভোটকেন্দ্রে ৪০ হাজার ৩৯২ জন দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের বাইরে নির্বাচনী এলাকায় পুলিশের মোবাইল টিম ২০৪টি, স্ট্রাইকিং টিম ৭৪টি, র‍্যাবের ১২৪টি টিম ও বিজিবির ১২৩ প্লাটুন সদস্য রয়েছেন।

নির্বাচনকালীন সময়ে ৩৯৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *