#সিলেট বিভাগ

চলে গেলেন ভাষাসৈনিক আব্দুল মালিক।

সিলেট প্রতিনিধি :
মৌলভীবাজারের কৃতি সন্তান আজীবন সংগ্রামী কৃষক নেতা, বায়ান্নোর ভাষাসৈনিক আব্দুল মালেক আর নেই। (ইন্না লিল্লাহি … রাজিউন) সোমবার (১৩ জুন) ভোরের দিকে কুলাউড়ার পৃথ্বিমপাশায় নিজ গ্রামের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।

কীর্তিমান এই ভাষাসৈনিকের মৃত্যুর বিষয়টি তাঁর ছেলে আবু রেজা সিদ্দিকী ইমন নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে অবশেষে আজ (সোমবার) ভোরে তিনি মৃত্যুবরণ করেন ।

১৯৩৪ সালের ২৩ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বিমপাশায় জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক আব্দুল মালিক। তাঁর বাবার নাম মো. ইলিম এবং মায়ের নাম ছবরুননেছা খাতুন।

এ বছরের ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার জেলা প্রশাসন ভাষা সংগ্রামী আব্দুল মালিককে সম্মাননা প্রদান করে। আজীবন সংগ্রামী কৃষক নেতা, ভাষা সৈনিক কমরেড আব্দুল মালিক ভাষা আন্দোলন পরবর্তী প্রতিটি আন্দোলন সংগ্রামে সিলেট বিভাগে অগ্রণী ভুমিকা পালন করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *