#সিলেট বিভাগ

ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ।

সিলেট প্রতিনিধি :
মোবাইল ফোনে পরিচয়, অতঃপর ঘুরতে যাওয়ার আমন্ত্রণ। এরপর পার্কে বেড়ানোর সুযোগে কিশোরীকে ধর্ষণ ! ঘটনাটি ঘটে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

গত শনিবার বিকালে উদ্যানের নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।
রোববার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক যুবকের নাম দেওয়ান মিয়া। ২৪ বছরের ওই যুবক উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণের শিকার কিশোরী ও আটক যুবকের বরাত দিয়ে ওসি জানান, তিন দিন আগে দেওয়ান মিয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই কিশোরীর। দুপুরে দেওয়ান মিয়া তাকে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যোগে ঘুরতে যান। একপর্যায়ে দেওয়ান মিয়া ওই কিশোরীকে ঝোঁপের আড়ালে নিয়ে ধর্ষণ করে।

কিশোরীর চিৎকারে বনের নিরাপত্তা কর্মীরা দেওয়ান মিয়াকে আটক করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, বর্তমানে আটক যুবক ও কিশোরী থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। রোববার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *