#সিলেট বিভাগ

গোলাপগঞ্জে কাশবন পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা !

সিলেট প্রতিনিধিঃ
গোলাপগঞ্জের চৌঘরীর মনকাড়া কাশবন আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, লোক সমাগম ঠেকাতে কাশবনটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যক্তি মালিকানাধীন থাকায় কাশবনটি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর্তৃপক্ষ ছিল না। দর্শনার্থী বাড়তে থাকায় ছোট-খাটো বিষয় নিয়ে সেখানে প্রতিদিন কথা–কাটাকাটির ঘটনা ঘটতো। শুক্রবারও স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দর্শনার্থীদের কথাকাটাকাটি হয় বলে জানায় ওই সূত্র।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কবির জানান, কাশবনটা ব্যক্তি সম্পত্তি। এটি সরকারি সম্পদ নয়। এক ব্যক্তি ওই এলাকায় বালু স্তুপ করে রেখেছিলেন। সেখানে জেগে উঠে কাশবন। তাছাড়া, এটা একটি সিজনাল বিষয়ও। কাশবনকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় ছিল। কাশবন পুড়ে যাওয়ার খবর পেয়েছেন বলে জানান ইউএনও। সরকারি জায়গায় হলে সেটি পর্যটন স্পটে রূপান্তর করা যেত বলে মন্তব্য করেন করেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা জানান, কাশবনে প্রতিদিন বিপুল লোক সমাগম হতো। মানুষজনের সমাগম এড়াতে কেউ হয়তো কেউ সেখানে আগুন লাগিয়ে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *