#সিলেট বিভাগ

ক্ষতিপূরণের টাকা পেলেন ডা. মঈনের পরিবার।

করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম চিকিৎসক ডা.মঈন উদ্দিনের পরিবার সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

জানা যায়, কভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের স্ত্রী গত ২৭ এপ্রিল সরকারের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন করেন।এ বিষয়ে ডা. মঈন উদ্দিনের স্ত্রী ডা. চৌধুরী রিফাত জাহান জানান, কোরবানি ঈদের পর তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। কোনও মানুষের ক্ষতিপূরণ কখনও হয় না, তবে সরকার কথা রেখেছে বলে সরকারকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *