কুলাউড়ায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ।
সিলেট প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর রেল ক্রসিং এলাকায় ঢাকা থেকে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেসের সাথে একটি মাইক্রোবাসের সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এ সময় মাইক্রোবাসের আরো ৬ জন যাত্রী গুরুতর আহত হন। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদ মিয়া (৪৮) ও তার পুত্র আফিফ (৮)। তাদের বাসা সিলেট নগরীর লোহারপাড়া এলাকার কাজী জালাল উদ্দিন ১২/১-এ।
জানা গেছে, হতাহতরা দুটি মাইক্রোবাসযোগে এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে কুলাউড়া উপজেলার ভাটেরার হোসেনপুর যাচ্ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে হোসেনপুর নামক স্থানে একটি মাইক্রোবাসটি যাওয়ামাত্র সিলেটগামী চলন্ত ট্রেন মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ফরিদ মিয়া ও আফিফ ঘটনাস্থলেই মারা যান।
পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালে উপস্থিত ফরিদ মিয়ার বোনের মেয়ে তানজিনা বেগম বলেন, দুটি মাইক্রোবাসে করে তারা সকলে ভাটেরায় এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস আগে ছিলো। পেছনের নোহা মাইক্রোবাসটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে আমার মামা ও মামাত ভাই নিহত হন। এছাড়া, মামি, মামাতো বোন, খালাসহ ৬ জন আহত হন।
এদিকে, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দাস জানান, কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।





