কমলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা !
সিলেট প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার অন্তর্গত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে (৩৫) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একটি মাইক্রোবাসে এসে দুর্বৃত্তরা রোববার দুপুরে চৈত্রঘাট বাজারে নিজ বাসার সামনে হামলার শিকার হন নাজমুল। গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
তিনি আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে লড়বেন মর্মে ঘোষণা দিয়েছিলেন। আহতাবস্থায় নাজমুল এক ভিডিও বার্তায় বলেন, ইউপি সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় তার ওপর হামলা হয়েছে।
নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। নাজমুলের মৃত্যুর সংবাদে এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ এখনও আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ এ বিষয়ে অভিযুক্ত জুয়েল আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





