এক দিনের বিল ৫২ হাজার টাকা !
সিলেটে মাউন্ট এডোরা হাসপাতালে একজন নারীর চিকিৎসার একদিনের বিল দেওয়া হয়েছে ৫২ হাজার টাকা ! পরবর্তীতে এই বিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।
জানা যায়, ভুক্তভোগী শাহানা বেগমের চিকিৎসার জন্যে উনার পরিবারের সদস্যরা সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পরের দিন সুস্থতা অনুভব করলে ছাড়পত্র দেওয়ার সময় ৫২ হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়। বিল দেখে রোগীর উপস্থিত আত্মীয় স্বজনের বিস্ময়ে আঁতকে উঠেন। শুধু ঔষধের খরচ ধরা ৮হাজার টাকা। একদিনে একজন রোগী কিভাবে ৮ হাজার টাকার ঔষধ নিতে পারে, এ ব্যাপারে প্রশ্ন করলে কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন নাই। পরবর্তী তে তারা দুই হাজার টাকা ছাড় দিয়ে ৫০ হাজার টাকা নিয়ে নেন।





