এইডেডিয়ান’স ৯৭ এর ইফতার ও দোয়া মাহফিল।
সিলেটের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ‘দি এইডেড হাই স্কুল’ এর ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা পবিত্র রমজান মাস উপলক্ষ্যে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন ৭ মে শুক্রবার।
এইডেডিয়ান’স -৯৭ এর বন্ধুরা রমজানের শুরু থেকেই নিজেদের মধ্যে ভাগাভাগি করে কোরআন শরীফের খতম সম্পন্ন করেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার স্কুলের শিক্ষক মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং পরবর্তীতে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে, ৯৭ ব্যাচের অগণিত বন্ধুগণ অংশগ্রহন করেন। পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি, সকলে সিয়াম সাধনার উপলব্ধিকেও বিস্তৃত করেন।






