#সিলেট বিভাগ

ইউটিউব দেখে বোমা তৈরি করতে গিয়ে দুই শিশু আহত।

সিলেট প্রতিনিধি:
দোয়ারাবাজারে ইউটিউব দেখে খেলার ছলে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

সোমবার (২৩মে) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে দোহালিয়ার কাঞ্চনপুর গ্রামে কালভার্টের উপর বসে ইউটিউব দেখে খেলার ছলে ৪ জন শিশু বোমা তৈরির চেষ্টা করে। তাদের মধ্যে একজন শিশুর বাবার মোবাইল থেকে ইউটিউব দেখে বোমা তৈরির কৌতুহল জাগে। এ কারণে চুন, চুলসহ অন্যান্য জিনিস বোতলে ভরে তারা। একপর্যায়ে বোতল বিস্ফোরণে আহত হয় দুজন।

তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোতলের কিছু অংশ এবং ইউটিউবের লিংকসহ অন্যান্য আলামত নিয়ে এসেছে। এ ব্যাপারে আরও তদন্ত করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *