আম্বরখানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার।
সিলেট প্রতিনিধিঃ
সিলেট নগরীর আম্বরখানায় ধর্ষণের চেষ্টা মামলায় লন্ডন প্রবাসী কবির আহমদ খোকন (৪৯)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২৪ জুলাই রাত অনুমান ১টায় প্রবাসী খোকন , পিতা-মৃত কুদরত উল্লাহ, সাং-বাসা নং-১ মজুমদারী, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট। তারই প্রতিবেশী ২৫ বছর বয়সী তরুণী কে তার ঘরে যাওয়ার জন্য ডাক দেয়। তরুণী সরল বিশ্বাসে তার ঘরে যাওয়া মাত্রই কবির আহমদ খোকন (৪৯) ধর্ষনের চেষ্টা করে। তখন তরুণী ধস্তাধস্তি করে কৌশলে সরিয়ে চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তরুণী উদ্ধার করে খোকন কে আটক করে। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোকনকে হেফাজতে নেয়। পরবর্তীতে ভিকটিম থানায় এসে বিবাদীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
এয়ারপোর্ট থানার মামলা নং-২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৪)(খ) রুজু করা হয়।





