অনুমোদন ছাড়াই চলছে স্কুল, এবার যুক্ত হয়েছে কলেজ
নবীগঞ্জ উপজেলা সদরে ম্যাপল স্কুল অনুমোদন বিহীন শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। এবার যুক্ত হয়েছে কলেজ। অনুমোদন না থাকা সত্বেও কলেজে ভর্তির প্রচারনা চালাচ্ছে। এছাড়া নানা সুবিধার কথা উল্লেখ করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তির প্রচার চালাচ্ছে অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল স্কুল এন্ড কলেজ। অনুমোদনহীন এই স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে অসংখ্য শিক্ষার্থী প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ২০২০-২১ সালে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম ৯ই আগষ্ট থেকে শুরু হয়েছে। এতে জেলার ৪৪ টি কলেজের নাম বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়। কিন্তু এর মধ্যে এই স্কুল এন্ড কলেজের নাম নেই।





