অধ্যাপক সোহেল স্বপরিবারে কোরোনা আক্রান্ত !
সিলেটের বিশিষ্ট চিকিৎসক সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এর এনাটমি বিভাগের অধ্যাপক ডা. আল মুহাইমেন সোহেল সপরিবারে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে সপরিবারে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক সোহেলের প্রেরিত এক বার্তায় জানা যায়, তিনি নিজে, উনার স্ত্রী – শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজনীন ও উনার একমাত্র ছেলেসহ সবার কোভিড টেস্ট এ পজিটিভ আসে। এর মধ্যে ছেলের জ্বর ১০৩ ডিগ্রি। অধ্যাপক সোহেল শ্বাস কষ্ট, কাশি ও জ্বরে ভুগছেন। তিনি এও উল্লেখ করেন জ্বর এখনো নামছে না।
এমতাবস্থায় তিনি ও তার পরিবারের সকলের দ্রুত আরোগ্য লাভে সমাজের সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে বড়বাজার, আম্বরখানা নিবাসী অধ্যাপক সোহেলের এর রোগমুক্তি কামনা করেছেন বড়বাজার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যাংকার গোলাম ইয়াজদানী খান, সিনিয়র সহ সভাপতি,গোয়াই টোলা পুরাতন জামেমসজিদের মোত্তায়াল্লী সোলেমান আহমদ, সিলেট জেলা আঃলীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বড়বাজার সমাজ কল্যান পরিষদের প্রতিষ্টাতা সভাপতি, বড়বাজার বায়তুস সালাম জামেমসজিদের মোত্তায়াল্লী এডভোকেট লুৎফুর রহমান , জাসদ কেন্দ্রীয় সহ সভাপতি, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, বড়বাজার সমাজকল্যান পরিষদের সদস্য লোকমান আহমদ , সিসিক পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বড়বাজার সমাজকল্যাণসংস্থা পরিষদের সম্মানিত সদস্য রেজওয়ান আহমদ সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ অধ্যাপক সোহেল ও উনার পরিবারের সকল সদস্যের রোগমুক্তি কামনা করে সমাজের সর্বস্থরের সবার কাছে দোয়া কামনা করেছেন।





