#সাহিত্য ও সংস্কৃতি

সভ‍্যতার যুগ – শাহ আব্দুস সালাম।

সময়ের কারুকাজে মানুষের সভ‍্যতা
পৃথিবীর ঘাড়ে চাপে কতশত প্রথা।
মানবতার মুক্তি নামে উৎকর্ষ সাধন
তবুও থামেনা আজো মনুষ‍্য-ক্রন্দন।
দুর হয়ে যাও তাই অভিশপ্ত হুজুগ
ফিরে আসো আবার হে স্বর্ণালী যুগ।
প্রশান্তি সুখ দাও অতিষ্ঠ প্রাণে
স্বস্তিতে থাকি যেনো তোমার কল‍্যাণে।
অনাচার হাহাকার প্রশমিত করে
সভ‍্যতার বীজ বুনো প্রতি ঘরে ঘরে।
ভদ্র আচরণের আঁচলেতে ঢেকে
ধরণী ধন‍্য করো স্নাত করে রেখে।
প্রীতি,প্রেম,ভালোবাসা সৌহার্দ্যে ভাসি
ভরে যাক মেদিনীতে ফুল রাশি রাশি।
দুর করো ভেদাভেদ যত উঁচু নিচু
মনুষ্যত্ব দাঁড়াক আজ মাথা করে উঁচু।
অধিকার ফিরে পাক বঞ্চিত ভুবন
সমতার সম্ভারে সদা, সাজুক নন্দন।
দেশে দেশে হয় যত অসাম‍্য পোষণ
উবে যাক অসম সব বৈশ্বিক শোষণ।
জুলুম,অন‍্যায় সব জবর দখল
তদস্থলে প্রতিস্থাপি ন‍্যায়ের পরিমল
বহায়ে দিবানিশি বিদায় দাও গ্লানি
দুর করে হানাহানি শান্তি দাও আনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *