শব্দের দ্রোহ — সারোয়ার চৌধুরী
শব্দের দ্রোহ
সারোয়ার চৌধুরী
সবুজের সমারোহে বিবর্ণ পাতাগুলো
দেখেছিলে কি তুমি নিঝুম দ্বীপে ?
পাতাগুলো এখন আর বিবর্ণ নয়
টুপ করে ঝরে পড়ছে গাছের নীচে।
মন্থর মৃত্যুর আর্সেনিক নিয়ে
বৃক্ষটা বেঁচে আছে ক্ষত শরীরে।
দেখেছিলে কি অসহ – ব্লিজার্ড!
অঝোরে ঝরার ইচ্ছে জাগিয়ে,
মেতে উঠেছিলে তুমি;শব্দের দ্রোহ
নাচ আর ঘুমসুখে !!
তুমি শুদ্ধ জলে পার্লারের সাজ বিসর্জন দাও নি,
শরীর থেকে মুছে ফেলোনি প্রসাধনীর সুগন্ধি।
কি করে সাজবে তুমি সামুদ্রিক লতায়
দেখবে চিত্রা হরিণের শৈল্পিক অঙ্গ-মুগ্ধতায়!
কি করে বুঝবে?
শব্দের শরীরে মিশে থাকা নিঃশব্দতা,
তৃষাতপ্ত মনের অভিব্যক্তি আর সাত্ত্বিকতা !!!





