রঙ – সোনিয়া আজিম।
ছোট্ট মনের ছোট্ট কোণের
ছোট্ট কিছু আশা
ছোট্ট ছোট্ট স্বপ্ন নিয়ে
আমার ভালোবাসা।
অবাক মনের স্বপ্ন গুলো
নিজের হাতে আঁকা
হয়তো কিছু এলোমেলো
হয়তো বা কিছু বাঁকা
এঁকেছিলাম মুগ্ধ মনে
রঙের আলোয় নেয়ে
গড়িয়ে ছিলো হাজার কতো
সুখের ধারা বেয়ে।
এক তুলিতে হরেক রঙের
আনন্দ মাখামাখি
এক মনেতে হাজার শখের
যেমনটি উঁকি ঝুঁকি।
পার করেছি কতো রাত
আর কতো যে দিনের বেলা
শেষ হয়নি তবুও আমার
নানান রঙের খেলা।
স্বপ্ন আমার স্বপ্নই রবে
পাবো কি তার দেখা
সুখগুলো যেখানে ছিল
সাদা রঙে মাখা।





