‘মূল্যায়ন’ – শাহ আব্দুস সালাম।
আমি যা চাই—
পাওয়ার যোগ্যতা আজো আমার হয় নাই।
যেদিন এ ভবে
আমার যোগ্যতা হবে
সেদিন তাদের পাশে তখন করে নেব ঠাঁই।
আজো আমি—-
সর্বক্ষেত্রে অসমীচীন
নির্দ্বিধায় বিবেচনাহীন
ব্যর্থতার গ্লানি টানি মুখ বুজে দিবাযামী।
কিন্তু কারো মনে–
স্থান পাই যদি সুখে দুখে
দেখবে সে আমার মুখে
কিসের প্রতীক্ষায় বসে আছি সঙ্গোপনে।
ভাষাহীন আমার ভাষা—
বলতে কিছু পারেনা সে কারে
নির্বাক তাই সে তো বারে বারে
অব্যক্ত বেদনায় শুধু খুঁজে ফিরে আশা।
কেন অবুঝ এ মনে
আজো চিনেনি সে আপনারে
সংসার ছেড়ে অবাধে নির্বিচারে
রত্ন খুঁজতে যায় হিংস্র পশুর গহীন বনে।
যেওনা হৃদয় হীনে–
তাতে চেওনা কিছু মনে প্রাণে
না চেয়ে যদি আসে তা হাতের পানে
বুঝে নিও ওরে মন-“রতনে রতন চিনে”।





