বাবা – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী
বাবা আমার মনের কথা
পরানে মোর হাজার ব্যথা
বলবো কার কাছে?
তোমার মত আপন বাতি
জ্বলবে সারা জীবন রাতি
কোথাও নাহি আছে।
সারা জীবন আগলে রেখে
সন্তান যাক সুখটা দেখে
কি চাই আর বলো,
বাধা বিপত্তি আসুক যতো
মানেন না বাবা অত শত
জীবন গাড়ি চলো।
সব সুখের সুখটা চাই
খারাপ হলে বাবা তো নাই!
চাই তাদের সুখ,
কথা বলেন মায়ার তরে
সন্তান মানুষ হলে ওরে
উজ্জ্বল হবে মুখ।
জীবনে বাবা চাওনি সুখ
কোথায় রাখো সকল দুখ
আমার জন্ম দাতা,
বাবার মতো কেউ নাইরে
এমন বাবা কই পাইরে
ওগো জগৎ পিতা!





