নববর্ষ – শাহ আব্দুস সালাম।
পৃথিবী ভেবেছে হারিয়ে গেছি
মহাকালের মহা অন্তরালে
ফিরবনা আর চৈত্রের শেষে
ঈশাণে বিষাণী বলাকা পালে।
কালের বিবর্তনে ধ্রুব আমি
ইষ্টের চন্দ্রোদয় ধরাধামে
অনাগত কালের আবাহনী
চির আশাজীবী মানসাকামে।
বারমাস ঘুরায়ে, আশা ফুরায়ে
হতাশায় সময় বাধলে বাসা
অতীত ভুলায়ে, দ্বার খোলায়ে
ভাষাহীনে দেই নতুন ভাষা।
বিষন্নতা,নীরবতায় যবে
ধৃষ্ট অবরোধে ধরা, সর্বহারা
তৃষ্ণা, তাপে, প্রচন্ড দাবাদাহে
কারো প্রাণে নেই আনন্দধারা।
পুরাতন যুগ, রোগ বিনাশী,
ক্লান্তি বিদারী, আমি চিরহর্ষ
নতুন বার্তা বৈশাখী হাওয়ায়
বসুন্ধরা বুকে আজ নববর্ষ।





