দর্পন —- সারোয়ার চোধুরী
দর্পন
সারোয়ার চৌধুরী
ক্ষণিক দীপালি জ্বেলে মরে যায় লক্ষ আতশ
তৃষ্ণায় বুক হাহাকার ,আত্মহত্যায় ক্লেশ
প্রেয়সী নন্দিনী কাব্য কাননে ধরে কাব্যের বেশ
আকাশের নীল হয়ে যায় সুনীল
আনন্দে না বেদনায় ?
একটা বিন্দু
আস্তে আস্তে বড় হয়
একসময় বৃত্ত !
আমার পৃথিবী ঘণ অন্ধকারে ঢেকে যায়।
ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আমি সর্পিল সিঁড়িটায়
চোখ বুজে থাকি আলো-আঁধারির সুন্দরতম ছায়ায়
কুন্ডুলী পাকিয়ে ধোঁয়াগুলো ঢেউ খেলে অশরীরী বাতাসে
নামতে থাকি সিঁড়ির নীচে লক্ষ চক্রনাভিতে।
যন্ত্র-মানবগুলো সব ভবনের খোপে খোপে
স্বপ্নের গোপন-গুহা প্রতিটি খোপে
নাই বুক ভরা শ্বাস
শুধু মাদকতাহীন তাজা বাতাস
হৃদয় দিয়ে খুঁজে হৃদয়
মেলে শুধু হৃদয়বিহীন হৃদয়!!





