#সাহিত্য ও সংস্কৃতি

‘জন্মদিনের নিবেদন’ – শাহ আব্দুস সালাম।

প্রথিতযশা কবি ‘শাহ আব্দুস সালামের’ জন্মদিনে ‘ম্যানচেস্টার সমাচার’ পরিবারের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন। সুস্থ স্বাভাবিক জীবনের পাশাপাশি কাব্যিক ছন্দে ভরে থাকুক তার জীবন, এই প্রত্যাশাই রইলো। জন্মদিনের শুভ লগ্নে তারই রচিত একটি কবিতা উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত।

ঘটেছিলো আগমন যখন
প্রতীক্ষিত এ ধরণী বুকে
ডেকেছিলে সেদিন তুমি
অস্ফুট ভাষায় ধুকে ধুকে।
ব‍্যক্ত করি অব‍্যক্ত ভাষায়
মৃদু ইশারা ইঙ্গিতে
চেয়েছিলে কোন উপহার
কান্না হাসির ভঙ্গিতে।
ছিলাম না তখন আমি
শুভ মাসের শুভ দিনে
থাকলে তবে ধন‍্য হতাম
ভালবাসার অমুল‍্য ঋণে।
পাঠাতাম ভরে সোনার খামে
মোর কবিতা তোমার পানে
বরণ করে তব জন্ম লগন
করতাম স্মরণ স্তবগানে।
বন্ধুত্বের দৃঢ় অটুট বাধনে
মহাজীবনের অভিষেক লগন
অন্তরীক্ষ-গোলাপ আহরি এনে
করতাম শুধু তোমায় বরণ।
সে আক্ষেপে পুড়ছি মরে
হুতাশন জ্বালা বুকে লয়ে
মিটবে আমার মনের সাধ
আজ অভিনব পরিচয়ে।
হৃদয়-বাসর নতুন সাজে
সজ্জিত হয়ে ফুলে দোলে
হবে স্মরণ ব‍্যতিক্রম ধরণ
উচ্ছাস উল্লাসের কলরোলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *