#সাহিত্য ও সংস্কৃতি

‘চিরঅচেনা’ – শামীমা এম রিতু।

কোন এক দূর গ্রহে
যদি কোন দিন দেখা হয়;
চিনবে তো সেদিন আমাকে?

যদি তোমার সামনে দিয়ে
মঙ্গল পেরিয়ে চলে যাই
ধূমকেতুর মত উচ্ছ্বাসে –
ঐ ছায়া পথ মাড়িয়ে –
চিনবে তো সেদিন আমাকে?

হাজার নক্ষত্রপুঞ্জের একটি তারা –
যে জ্বলবে শুধু তোমার জন্য –
চিরল পাতার ফাঁকে ঝরে পড়া
জোছনার কণার মত ঝলঝল করে –
সে দিন কী আসবে কৌমুদী বিলাসে?

তোমার প্রতীক্ষায় অনন্তলোকে
যে রবে নবপত্রিকা সাঁজায়ে –
বরণডালির অঞ্জলি গ্রহণ করবে তো!
স্বর্ণালোকের অতৃপ্ত আত্মার ভীড়ে –
চিনবে তো সেদিন আমাকে?

হাজার বছর ধরে জ্বলন্ত প্রদীপ শিখায়
উছলে পড়া কণায় কণায়
ছায়ার মাঝে লুকোচুরি খেলায়
ধনে নিব জিতলে তুমি –
তারপর বলবো চিনোনা আমাকে!
না হয় রয়ে গেলাম চিরঅচেনা!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *