#সাহিত্য ও সংস্কৃতি

‘একবার যাও এসে দেখে’ – আবদুল হাসিব।

উঠোনের ধূলি মেখে ঘুমভরা চোখে,
দূর্বার শিশির ভেঙে শেফালিকা তুলে,
দুপুর পাশের বনে দোলনায় দোলে,
জড়িয়ে রেখেছো তুমি সমাদরে বুকে।
দখিণের শাপলার বিলে শান্ত জলে,
মৌনতা ভেঙেছো তুমি জলকেলি করে,
শাপলা শালুক তুলে হাত দিতে ভরে,
আজ পরবাসে তুমি কারে নিলে গলে!

মনে কি পড়ে না সেই শিমুল তলায়,
তৃষার্ত যৌবন ছিলো প্রণয় সন্ধানী,
মাননি সেদিন তুমি আগুন কী পানি,
আমার প্রসঙ্গ ছিলো চায়ের আড্ডায়।
তোমার সে পদরেখা শীর্ণ রূপধারী
তবুও অনেক স্মৃতি আড়ষ্ট কুমারী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *