আমার বাংলাদেশ – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী
এ দেশ আমার আশা,
বাংলা আমার ভাষা।
যারে নিয়ে গর্ব করি,
সুখে দুখে বাঁচি মরি।
অনুভবে তুমি মাগো,
প্রাণে শুধু তুমি জাগো।
তোমার নেই যে শেষ,
আমার বাংলাদেশ।
এ দেশ আমার আশা,
বাংলা আমার ভাষা।
যারে নিয়ে গর্ব করি,
সুখে দুখে বাঁচি মরি।
অনুভবে তুমি মাগো,
প্রাণে শুধু তুমি জাগো।
তোমার নেই যে শেষ,
আমার বাংলাদেশ।