#রাজনীতি

জমে উঠেছে নারায়ণগঞ্জের ভোটের বাজার।

মিছিল মিটিংয়ে সরগরম নারায়ণগঞ্জ নগরী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। নগরীর পাড়ামহল্লার অলিগলিতে চলছে সমাবেশ ও মাইকিং। নিজেদের সমাবেশ থেকে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন।

নতুন বছরের শুভেচ্ছা বার্তা দিয়ে গতকাল সকাল থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান ও গণসংযোগ করেন মেয়রপ্রার্থীরা। টানা দুবারের মেয়র ডা. আইভী সকালে মৌচাক ও নিমাই কাসারি এলাকার ৩ ও ৪ নং ওয়ার্ডে সানারপাড়, মৌচাক, রসুলবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় তাকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

তৈমুর আলম খন্দকার নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডে বন্দরের আমিন আবাসিক এলাকা, বন্দর ঘাট, সোনাকান্দাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, সিটি করপোরেশনের ব্যর্থতায় নগরবাসী ক্ষুব্ধ। নিজস্ব ঠিকারদার দিয়ে ইচ্ছামাফিক উন্নয়ন হয়েছে। তাই জনসমর্থন তার দিকে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কয়েকজন ঠিকাদারের করপোরেট সিন্ডিকেটে পরিণত হয়েছে। সিন্ডিকেট থেকে মানুষ মুক্তি চায়। আমি মিথ্যে বলছি না সত্য বলছি তা নগরবাসীকে জিজ্ঞাসা করলেই উত্তর পাবেন।

তিনি আরো বলেন, বন্দর বিএনপির সভাপতিসহ সব নেতাকর্মী আমার সঙ্গে আছেন। আমি যেখানে যাই—সর্বস্তরের জনগণ আমার পাশে আছে। বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন কিনা তা মন ও বুদ্ধিমতা দিয়ে বুঝতে হবে। তাহলে এত লোকজন আসে কোথা থেকে, আসমান থেকে? ১৮ বছরের ব্যর্থতা। ব্যর্থতার কারণে নগরবাসী এখন ঐক্যবদ্ধ। তারা পরিবর্তন চায়। এ পরিবর্তনের লক্ষ্যে নগরবাসী ঐক্যবদ্ধ হয়েছে। ১৬ জানুয়ারি প্রতিফলন আপনারা দেখবেন।

অভিযোগ খণ্ডন করে আইভী বলেন, এখন ই-টেন্ডার হয়। ই-টেন্ডারে কখনো নিজস্ব ঠিকাদার বলতে কিছুই নেই। ই-টেন্ডারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কেউ টেন্ডারে অংশগ্রহণ করতে পারে। তাকে কেউ এগুলো শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দেয়া বুলি তিনি বলেছেন। তাই তিনি এসব অভিযোগ করছেন। আসলে ই-টেন্ডার সম্পর্কে তার যদি অভিজ্ঞতা থাকত তাহলে এ অভিযোগ তিনি করতে পারতেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *