#বিনোদন

বলিউডের কর্মীদের অর্থ সহায়তা দিবেন সালমান খান।

মহামারি করোনাভাইরাসের কারণে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীরা আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। তাদের আর্থিক অসংগতি কিছুটা কমাতে এবার নগদ অর্থ সহায়তার দিবেন তিনি।

জানা যায়, বলিউড সুপারস্টার সালমান খান এবার দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান, স্টান্টম্যান, মেকআপ আর্টিস্ট, স্পটবয় মিলিয়ে ২৫ হাজার কর্মীকে নগদ ১ হাজার ৫০০ রুপি করে অর্থ সহায়তা দেবেন।

প্রসঙ্গত, এর আগেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন সালমান।

করোনা যুদ্ধে একেবারে সামনে থেকে যারা লড়াই করছেন, এমন পাঁচ হাজার কর্মীকে খাবারের প্যাকেট বিলি করেন তিনি। এর মধ্যে পুলিশ-কর্মী বা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ছিলেন।
গত বছর লকডাউনের সময় ইন্ডাস্ট্রিতে যারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন, তেমন শিল্পীদের প্রত্যেককে ৩ হাজার রুপি করে অনুদান দিয়েছিলেন এই বলিউড অভিনেতা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *