জামিনে মুক্তি পেলেন পরীমনি।
২৭ দিন কারাভোগের পর অবশেষে মুক্তি জামিনে মুক্তি পেয়েছেন নায়িকা পরীমনি। মুক্তিলাভের পর ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা এখন রয়েছেন বনানীর বাসায়। এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি। মোবাইল ফোনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শরীরটা খুব একটা ভালো নেই তার। বলেন, একটু অসুস্থ। একটা কথাই বলবো, শান্তিতে বাঁচতে চাই। সবার সাপোর্ট ছাড়া ট্রমা কাটিয়ে উঠতে পারবো না।’
ওদিকে, কারামুক্তির পর পরীমনির হাতে মেহেদিতে লেখা একটি ইংরেজি বাক্য দৃষ্টি কাড়ে অনেকের। ‘ডোন্ট লাভ মি বিচ’। মূলত এটি একটি গানের কথা।
এ নিয়ে সামাজিক মাধ্যমে এরইমধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। এ বার্তা কাকে দিলেন তিনি? একটি অনলাইন সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, খুব সাধারণ উত্তর, আমার এই বার্তা বিচদের জন্য। ভালো মানুষদের জন্য নয়। এটা লিখেছি আমার চারপাশের দু’মুখো সাপগুলোর জন্য। যারা ভালোবাসা মুখে দেখায়, কিন্তু হৃদয়ে বিষ ধারণ করে। আমার বিশ্বাস, যাদের জন্য বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন। বাসায় ফেরার পর বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন বলেও জানান তিনি। বলেন, চার দিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন।





