কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী ছবির ভূয়সী প্রশংসা।
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে শুক্রবার প্রদর্শিত হয়ে বেশ প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির প্রধান অভিনেত্রী আজমেরি হক বাঁধন। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে সেই ছবি। ৮ দিনব্যাপী কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আরও দুই দিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’।
আগামী ১লা মার্চ ট্যাগোর থিয়েটারে ও ২৩শে মার্চ অজান্তা থিয়েটারে সিনেমাটির দু’টি শো আছে বলে জানানো হয়েছে উৎসবের অফিশিয়াল ফেসবুক পেজে।





