#বিনোদন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নাট্য দম্পতি।

জনপ্রিয় অভিনেতা রহমত আলী ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে গত ২২ নভেম্বর থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি এই দম্পতি। জলি ম্যাডাম সংকটাপন্ন পরিস্থিতিতে থাকায় আইসোলেশন ইউনিটে ছিলেন। তবে বর্তমানে ভালো আছেন। সবাই দোয়া করবেন যেন স্যার ও ম্যাডাম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

রহমত আলী ও জলি দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক। দু’জনের গ্রামের বাড়ি রাজশাহী। তাদের রজত আর সহন নামের দুইটি পুত্রসন্তান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *