#বিনোদন

অর্থ কষ্টে সালমানের নায়িকা !

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান। যার ক্যারিয়ারের শুরুটা হয়েছিলো সুপার ষ্টার সালমান খানের সাথে। সালমান খানের হাত ধরে বীর ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক হয় জেরিনের। প্রথম ছবি তেমন হিট না হলেও, পরিচিতি পেয়েছেন বিশ্ব জুড়ে।

প্রথম ছবির পর কিছুটা বিরতি নিয়ে, আবার কাজ শুরু করেন জেরিন। সালমানের বিপরীতে না হলেও, বেশ কয়েকজন নামী পরিচালকের সাথে কাজ করার সুযোগ পান। বিগত কয়েক বছরে বলিউডে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন জেরিন খান। মাঝে একের পর এক সিনেমায় বিভিন্ন রূপে ধরাও দিয়েছেন তিনি।

এদিকে, করোনার কারণে দীর্ঘদিন ধরে বলিউডে বন্ধ রয়েছে সিনেমার শুটিং। এই কারণে আবারও কর্মহীন হয়ে পড়েছেন জেরিন খান। একে একে দীর্ঘদিন (প্রায় ৪ মাস) কাজ না থাকায় চরম অর্থ কষ্টে পড়েছেন তিনি।

এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সালমানের নায়িকা জেরিন খান বলেন, চার মাস ধরে কোনো কাজ না থাকায় ভীষণ অসুবিধায় আছি। আর আমার পরিবারে আমিই একমাত্র উপার্জনের ব্যক্তি। আমার বাবা-দাদারা এক টাকা সঞ্চয় করেনি যে কয়েকমাস বসে বসে খাবো। তাই ভীষণ সমস্যায় পড়েছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *