#ইসলাম ও জীবন দর্শন

তিন দশক পর শুশা শহরে আযানের ধ্বনি !

নাগর্নো-কারাবাখের গুরুত্বপূর্ণ শুশা শহরে প্রায় তিন দশক পর আজানের ধ্বনি শোনা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, একজন আজারবাইজানি সেনা শহরের ঐতিহাসিক ইউখারু গোভার আগা মসজিদে আযান দিচ্ছেন।

শহরটি ৮ মে ১৯৯২ থেকে আর্মেনিয়ার দখলে ছিল। গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর সম্প্রতি আজারবাইজানের সেনাবাহিনী শহরটি দখলমুক্ত করে। শুশা ছাড়াও আর্মেনিয়ার দখল থেকে নাগর্নো-কারাবাখের বেশির ভাগ জায়গা মুক্ত করে। শুশাকে আপার কারাবাখের গুরুত্বপূর্ণ শহর বিবেচনা করা হয়। কেননা এখান থেকে নাগর্নো-কারাবাখের রাজধানী স্টেপানাকার্টের ওপর সহজেই নজরদারি করতে পারবে আজারবাইজান।

৮ নভেম্বর শুশা উদ্ধারের পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন, ২৮ বছর পর শুশায় আযান শোনা যাবে। ১০ নভেম্বর আর্মেনিয়া পরাজয় মেনে নেয় এবং নাগর্নো-কারাবাখের অবশিষ্ট অংশ আজারবাইজানকে বুঝিয়ে দেওয়ার অঙ্গীকার করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *