#ইসলাম ও জীবন দর্শন

ওমরাহ পালনে করোনা ভ্যাকসিন বাধ্যতামুলুক।

পবিত্র ওমরাহ পালন করতে হলে করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সালেহ বেনতেন। গত মঙ্গলবার জেদ্দায় করোনার টিকা নেওয়ার পর গণমাধ্যমে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

ওমরাহ পালনকালে করোনা সংক্রমণরোধে সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এবার ওমরাহ পালনকারীদের টিকা গ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছে।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী সালেহ বেনটিন আরো বলেন, ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য বিষয়ক সব সুরক্ষা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

জেদ্দায় করোনা টিকা গ্রহণের পর আল আরাবিয়া টিভিকে বেনটিন বলেন, কেউ ওমরাহ পালন করতে চাইলে তাকে অ্যাপের সাহায্যে নিবন্ধন করে অবশ্যই করোনা টিকা গ্রহণ করতে হবে।

তাছাড়া ওমরাহ পালনে আগের মতো অন্যান্য স্বাস্থ্যবিধিও বহাল থাকবে। সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং নির্দিষ্ট বয়স সীমায় থাকতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *